প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

editor
প্রকাশিত মার্চ ১২, ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ণ
হবিগঞ্জে সাড়ে ৩ লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ জেলায় এবার ৩ লাখ ৫৩ হাজার ৩২৫ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১৫ মার্চ জেলার সকল উপজেলা ও পৌরসভায় এ ক্যাপসুল খাওযানো হবে।

Manual3 Ad Code

বুধবার দুপুর সাড়ে ১২টায় হবিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্মদীপ বিশ্বাস।

তিনি জানান, শিশুদের মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩১১৭৪১ জন পাবে লাল রঙের ক্যাপসুল এবং ৬ থেকে ১১ মাস বয়সী ৪১৫৮৪ জন পাবে নীল রঙের ক্যাপসুল। এছাড়াও জেলার ১৯২৭টি স্থায়ী ইপিআই কেন্দ্রে ক্যাম্পেইন সফলের জন্য মাঠে থাকবেন স্বাস্থ্য বিভাগ থেকে ৩২৪, পরিবার পরিকল্পনা বিভাগ থেকে ৪৪৭, সিএইচচসিপি থেকে ২১৭ ও স্বেচ্ছাসেবক হিসেবে থাকবে ৩৮৫৪ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি, দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ভিটামিন ‘এ’ অন্যতম গুরুত্বপূর্ণ অনুপুষ্টি। ভিটামিন এ এর অভাবে রাতকানা থেকে শুরু করে জেরোপথ্যালমিয়ার মত রোগ হতে পারে যাতে চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ লোপ পেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ডায়রিয়ার ব্যাপ্তিকাল বৃদ্ধি পায়, রক্তাল্পতা দেখা দেয় ও ত্বকের শুষ্কতা বৃদ্ধি পায়।

Manual1 Ad Code

প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাঃ মুখলেছুর রহমান উজ্বল, ডাঃ নিজাম উদ্দিন খান, সিনিয়র স্বাস্থ্য অফিসার কলিম উল্লাহ সিকদারসহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code