প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে ট্রাফিক পুলিশের সাহসিকতায় অস্ত্রসহ দুই যুবক আটক

editor
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ণ
সিলেটে ট্রাফিক পুলিশের সাহসিকতায় অস্ত্রসহ দুই যুবক আটক

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের নাইওরপুল পয়েন্টে ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসিকতায় দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করা হয়েছে। পুলিশের চৌকস পদক্ষেপে অপরাধীদের আটক করা সম্ভব হয়েছে, যা আইন-শৃঙ্খলা রক্ষায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

Manual4 Ad Code

সম্প্রতি সিলেটে চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নাগরিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যারই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।

আজ বুধবার (১২ মার্চ) সকালে নাইওরপুল পয়েন্টে ট্রাফিক ডিউটিতে নিয়োজিত ছিলেন ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার সঙ্গীয় ফোর্স কনস্টেবল ফরহাদ, অলিউর রহমান ও রিপন মিয়া।

৯টার দিকে শিবগঞ্জ রোড থেকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল নজরে আসে সার্জেন্ট সোহানের। সন্দেহ হলে তিনি মোটরসাইকেলটি থামানোর জন্য সংকেত দেন। তবে, চালক সংকেত উপেক্ষা করে দ্রুত লেন পরিবর্তন করে পালানোর চেষ্টা করে এবং একটি রিকশাকে ধাক্কা দেয়, ফলে রিকশাচালক আহত হন।

Manual7 Ad Code

সাহসী ট্রাফিক সার্জেন্ট সোহান সরকার ও তার দল দ্রুত এগিয়ে এসে মোটরসাইকেলে থাকা এক আরোহীকে আটক করেন। তবে অপরজন দৌড়ে পালানোর চেষ্টা করলে সার্জেন্ট সোহান নিজেই তাকে ধরতে উদ্যোগী হন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ধাওয়া করেন এবং মিরাবাজার রোড সংলগ্ন একটি গলি থেকে অভিযুক্ত ব্যক্তিকে সফলভাবে আটক করেন।

আটককৃতরা হলো, শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার জব্বার মিয়ার ছেলে মানিক ওরফে হীরা মিয়াও খাদিমপাড়ার ইসরাব আলীর ছেলে মোজায়েল আহমদ।

আটককৃত ব্যক্তির সাথে থাকা ব্যাগ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমানের নির্দেশে আটককৃত দুই যুবককে মোটরসাইকেল ও অস্ত্রসহ কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

Manual4 Ad Code

ট্রাফিক সার্জেন্ট সোহান সরকারের সাহসী পদক্ষেপ ও দৃঢ় মনোবলের ফলে একটি সম্ভাব্য অপরাধ এড়ানো সম্ভব হয়েছে। সিলেটের আইন-শৃঙ্খলা রক্ষায় তার এই সাহসিকতা প্রশংসনীয়।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code