প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ণ
রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের চক্রান্তের প্রতিবাদে রোববার (১৬ মার্চ) ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের ডাক দেওয়া হয়েছে সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জ নামের একটি ব্যানারে। শনিবার (১৫ মার্চ) দুপুরে অবরোধ কর্মসূচির পক্ষে মাইকিং করা হয়েছে।

এদিন হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা জেলা সদরে বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটি বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

Manual1 Ad Code

সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা বলেন, জেলার ২৫ লাখ মানুষের দাবি উপেক্ষা করে হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের যে পাঁয়তারা চলছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না।

Manual6 Ad Code

তিনি বলেন, জনস্বার্থবিরোধী এই চক্রান্ত থেকে সরে আসার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, অনেক আন্দোলন হয়েছে। তারপরও মেডিকেল কলেজ বন্ধের দিকে যাচ্ছে বলে জানা গেছে।

Manual7 Ad Code

এর প্রতিবাদে রোববার বেলা ১১টার দিকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের মাধ্যমে সারা দেশের সঙ্গে সিলেটের যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে বলে জানান সম্মিলিত নাগরিক সমাজ হবিগঞ্জের সদস্যসচিব শামসুল হুদা।

হবিগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমানের একরোখা সিদ্ধান্তের কারণে হবিগঞ্জবাসী মেডিকেল কলেজ হারাতে বসেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে হবিগঞ্জবাসী ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই সিদ্ধান্ত বাতিল করে শিগগির স্থানীয় অবকাঠানো নির্মাণের দাবি জানাই।

প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকার সম্প্রতি হবিগঞ্জ মেডিকেল কলেজসহ ৬টি মেডিকেল কলেজ বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিলে জেলাজুড়ে আন্দোলন শুরু হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code