প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘ভারতকে ভয় পাওয়ার কিছু নেই’

editor
প্রকাশিত অক্টোবর ২৩, ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ণ
‘ভারতকে ভয় পাওয়ার কিছু নেই’

Manual5 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:
মেয়েদের সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। গতবার তাদের পেছনে ফেলে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২২ সালের আসরে ভারতকে ৩-০ গোলে হারিয়েছিলেন সাবিনা খাতুনরা। এবারও গ্রুপ পর্বে সেই ভারতের বিপক্ষে আগামীকাল মাঠে নামবেন মেয়েরা।

Manual1 Ad Code

তবে এবার ভারত আরো শক্তিশালী হয়ে এসেছে। প্রথম ম্যাচেই পাকিস্তানকে ৫-২ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে। তাই বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বলেই ধরে নেওয়া হচ্ছে। তবে তাদের ভয় পাওয়ার কিছু নেই-এমনটাই বলছেন দলের মিডফিল্ডার মুনকি আক্তার।

মুনকি, সাগরিকাদের মতো নতুন যারা এসেছেন তাদেরও প্রস্তুত থাকতে হচ্ছে। কখন কোচ নামিয়ে দেন সে জন্য। প্রতিপক্ষ ভারত বলেই বাড়তি চাপ কাজ করছে কি না, প্রশ্নের জবাবে মুনকি বলেন, ‘চাপ কাজ করবে কেন? আপুরা খেলে আসছে (ভারতের বিপক্ষে), আমরা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়ন হয়েছি, আপুরা আমাদের বলেছে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ভারত আহামরি দল নয়, আমরা যদি নিজেদের স্বাভাবিক খেলাটা খেলি, ইনশাল্লাহ আমরা বের হয়ে যাব। ভয়ের কিছু নেই।

ভারতের বিপক্ষে কয়েকজন সিনিয়র খেলোয়াড়দের শুরুর একাদশে দেখা যেতে পারে। আজ কাঠমান্ডুর আর্মি হেডকোয়ার্টারে অনুশীলনে তেমন আভাসই পাওয়া গেছে। কোচ পিটার বাটলার শিষ্যদের ভালো করার উপায়ও বাতলে দিয়েছেন। এ নিয়ে মুনকি বলেন, ‘কোচ বলেছেন, আমাদের স্বাভাবিক খেলাটা খেলতে, অনুশীলনে যা করিয়েছে, সেভাবেই খেলব আর পাকিস্তানের বিপক্ষে যে দলটা খেলিয়েছে, সেখানে কয়েকজন বদল হবে, সিনিয়র আপুরা আছে।

Manual3 Ad Code

কোচ বলছেন যে তোমাদের খেলাটা খেলবে, নির্ভার থেকে খেলবে, গোল পেয়ে যাবে।
আমরা এসেছিই ট্রফি জয়ের জন্য। বাংলাদেশের জন্য খেলতে এসেছি। জয়ের জন্যই এসেছি, (ভারতের বিপক্ষে) জয়ের জন্যেই মাঠে নামব। আমরা হারতে চাই না। জিততে চাই।’

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code