প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ট্রাম্পকে নিজ দেশে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

editor
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ণ
ট্রাম্পকে নিজ দেশে আমন্ত্রণ জানাতে যুক্তরাষ্ট্রে গেলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Manual2 Ad Code

অনলাইল সেস্ক:
এই বসন্তের শেষের দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি সফরের প্রত্যাশা রয়েছে রিয়াদের। এই পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে একটি সরকারি সফরে মঙ্গলবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। বুধবার (৯ এপ্রিল) দেশটির একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

Manual5 Ad Code

মার্কিন সরকারের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের সময় গাজা এবং ইয়েমেনের হুতিদের অবস্থা নিয়েও আলোচনা করবেন বলে রয়টার্সকে সূত্রটি জানিয়েছে।

বার্তা সংস্থাটি আরও জানিয়েছে, গত সপ্তাহে মার্কিন শুল্ক ঘোষণার আগে এই সফরটি নির্ধারিত হয়েছিল। ট্রাম্পের শুল্ক আরোপ বাজারকে বিপর্যস্ত করেছে এবং সৌদি আরবের প্রধান রপ্তানি তেলের দাম কমাতে পারে এমন বৈশ্বিক মন্দার আশঙ্কা তৈরি করেছে।

Manual2 Ad Code

একটি সরকারি সূত্র প্রিন্স ফয়সালের ওয়াশিংটনে আগমনের বিষয়টি নিশ্চিত করলেও সফর সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

Manual7 Ad Code

এতে আরও বলা হয়, প্রিন্স ফয়সাল বুধবার (৯ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে দেখা করবেন। তবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বৈঠকের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চাননি।

ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফরে একটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষর করার জন্য মে মাসের প্রথম দিকে সৌদি আরব সফর করার পরিকল্পনা করছেন। কাতার এবং সংযুক্ত আরব আমিরাতেও সফরের পরিকল্পনা রয়েছে। এর আগে ২০১৭ সালে তার প্রথম মেয়াদে সৌদি আরব সফর করেন তিনি।

এদিকে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার উপায় নিয়ে আলোচনা করবেন। সেইসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে সমস্যা, উন্নয়ন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code