প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আগের দিন কবরস্থান পরিচ্ছন্ন করেছে আবির, পরদিন তাঁকেই দাফন

editor
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ণ
আগের দিন কবরস্থান পরিচ্ছন্ন করেছে আবির, পরদিন তাঁকেই দাফন

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual2 Ad Code

 

স্বেচ্ছাশ্রমে এলাকার তরুণ-যুবকদের নিয়ে নিজেই মহল্লার কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় আবির আহমদ (২৪)। শুক্রবার সকালে নিজ গ্রামের উত্তর পাড়ায় কবরস্থান পরিচ্ছন্নতার কাজে অংশ নেয়ার কয়েকঘন্টা পরই এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয় সে। আবিরকে শনিবার বিকেলে নিজ হাতে পরিষ্কার করা কবরস্থানে দাফন করা হয়েছে। কবরস্থান পরিচ্ছন্ন করার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

Manual2 Ad Code

 

সে বিয়ানীবাজার পৌরশহরের শ্রীধরা গ্রামের রফিক উদ্দিনের একমাত্র ছেলে। শুক্রবার বিকেলে মৌলভীবাজার জেলার রাজনগর-কুলাউড়া সড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। টগবগে এ্ই তরুণের মৃত্যতে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Manual2 Ad Code

 

গ্রামবাসী জানান, নিজ পাড়ার কবরস্থানে আগাছা-জঙ্গল লেগেছিল দীর্ঘদিন থেকে। আবির নিজেই পাড়ার তরুণ-যুবকদের ডেকে তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। স্বেচ্ছাশ্রমী ক্লান্ত তরুণ-যুবকদের সাথে কবরস্থানেই সে নাস্তা করে। এরপর জুমার নামাজ শেষে মোটর সাইকেল নিয়ে জরুরী প্রয়োজনে বের হয়। দূর্ঘটনায় আবিরসহ বাইকের অপর আরোহী গুরুতর আহত হন।

Manual4 Ad Code

 

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আফছার। তিনি জানান, এ ঘটনায় অপর মোটরসাইকেল আরোহী চিকিৎসাধীন। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code