প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যে কোনো মূল্যে আনচেলত্তিকে চায় ব্রাজিল

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ণ
যে কোনো মূল্যে আনচেলত্তিকে চায় ব্রাজিল

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক :
দলের হতাশাজনক পারফরম্যান্সের পর গেল মাসে দরিভাল জুনিয়রকে বরখাস্ত করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে শিরোপা পুনরুদ্ধার করতে মরিয়া পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই লক্ষ্যে ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির হাতে সেলেসাওদের দায়িত্ব দিতে চায় দেশটির ফুটবল ফেডারেশন।

Manual6 Ad Code

যার কারণে গেল কয়েক দিন ধরে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধিদল অবস্থান করছে মাদ্রিদে। ইএসপিএন ব্রাজিলের সূত্র মতে, যে কোনো মূল্যে আনচেলত্তিকে চায় ব্রাজিল। তাও সেটা জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ক্লাব বিশ্বকাপের আগে।

Manual1 Ad Code

যদিও আনচেলত্তির সঙ্গে আগামী ২০২৫-২৬ মৌসুম পর্যন্ত চুক্তি রয়েছে রিয়াল মাদ্রিদের। তবে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে লজ্জাজনক হারের পর আনচেলত্তির সঙ্গে দলটির সম্পর্কে কিছুটা ভাটা পড়েছে। যদিও ব্রাজিলের দায়িত্ব নেওয়া বিষয়ে কিছু বলতে রাজি না এই কিংবদন্তি কোচ। তিনি জানিয়েছিলেন মৌসুম শেষে এ বিষয়ে কথা বলবেন তিনি।

Manual3 Ad Code

তবে কোনো কারণে যদি আনচেলত্তিকে পাওয়া না যায়, তাহলে আল হিলালের কোচ জর্জ জেসুস নেইমার-ভিনিসিয়ুসদের দায়িত্ব নেওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন। তবে সিবিএফ সভাপতি রদ্রিগেজের প্রথম পছন্দ আনচেলত্তি। যার কারণে এই ইতালিয়ানকে নিজেদের ডেরায় ভেড়াতে মরিয়া সেলেসাওরা।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code