প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

editor
প্রকাশিত মে ৫, ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ণ
হবিগঞ্জের আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠির লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে টেটাবিদ্ধ অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সোমবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

পুলিশ জানায়, উত্তর সাঙ্গর গ্রামের আলাউদ্দিন মিয়া ও নুরুল হুদার গোষ্টির লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবত গ্রাম্য বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছিল। গেল কয়েকদিন আগে গরু দিয়ে খড় খাওয়ানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয় মুরুব্বিয়ানরা বিষয়টি সালিশের মাধ্যমে মিমাংসা করার উদ্যোগ নেয়। কিন্তু বৈশাখ মাস হওয়ায় সকলে কাজে ব্যস্ত থাকায় সালিশ বৈঠক হতে বিলম্ব হয়। এরই মধ্যে সোমবার দুপুরে এ নিয়ে ফের উভয় পক্ষ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেটাবিদ্ধসহ অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়।

Manual2 Ad Code

গুরুতর আহত অবস্থায় কাওছার মিয়া (২৫), শফিকুল ইসলাম (৩৫), আলী সমেদ (৪০), কুদরত মিয়া (৪৫), তকদির মিয়া (২৫), আরজু মিয়া (৫০), জসিম মিয়া (৩০), আলামিন মিয়া (১৬), বাহুল মিয়া (২২), নয়ন মিয়া (১২), মন্নাফ মিয়া (৩৮), কুদ্দুছ মিয়া (২৪), জমসের মিয়া (৩১), মিজান মিয়া (৩১), বাবুল মিয়া (২৮), আফজাল মিয়া (২৬), মাহফজুল মিয়া (২৮), আবু লায়েক (২০)কে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসাতপালে ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

এ বিষয়ে বানিয়াচং থানার (ওসি) গোলাম মোস্তফা জানান, উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ ছিল। সম্প্রতি গরু দিয়ে খড় খাওয়ানো নিয়ে তাদের মধ্যে ফের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code