প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নদীতে মিলল নিখোঁজ যুবকের নিথর দেহ

editor
প্রকাশিত মে ৬, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ণ
নদীতে মিলল নিখোঁজ যুবকের নিথর দেহ

Manual5 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ফুলেস মিয়া (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুশিয়ারা নদীর রেল ব্রিজ এলাকা থেকে মরদেহটি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Manual7 Ad Code

ফুলেস মিয়া উপজেলার ১নং ইউনিয়নের পিটাইটিকর গ্রামের ওমর মিয়ার ছেলে। এর আগে মঙ্গলবার সকালে কুশিয়ারা নদীতে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন ফুলেস মিয়া।

Manual6 Ad Code

জানা যায়, পেশায় মৎস্যজীবী ফুলেস মিয়া, সুবেল মিয়া ও রাজন মিয়া প্রতিদিনের মত ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর রেল ব্রিজের নিচে পাথরের স্তূপে ডুব দিয়ে মাছ ধরতে গিয়েছিলেন। একটা সময় নদী থেকে সুবেল ও রাজন উঠে আসলেও ফুলেস মিয়া উঠে আসেন নি।

Manual7 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজে নামে। পরে সিলেটে থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজে নামে।

Manual2 Ad Code

ফায়ার সার্ভিসের টিম লিডার শফিকুল ইসলাম বলেন, ফুলেস মিয়া ডুব দিয়ে পানির নিচে যাওয়ার পর কোন কারণে পাথরে আটকে যান, তার হাত ও শরীর কিছু অংশ পাথরের নিচে ছিল।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো মনিরুজ্জামান জানান, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code