প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফেঞ্চুগঞ্জ ফোনে ব্যস্ত যুবক, অতঃপর ধাক্কা ট্রেনের

editor
প্রকাশিত মে ৭, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ণ
ফেঞ্চুগঞ্জ ফোনে ব্যস্ত যুবক, অতঃপর ধাক্কা ট্রেনের

Manual1 Ad Code

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
তিনি তখন ব্যস্ত ছিলেন মোবাইল ফোনে। এতই ব্যস্ত যে ভুলেই গিয়েছিলন তিনি আছেন রেল লাইনের পাশে। ফলাফল যা হওয়ার হয়েছে তাই। ট্রেনের ধাক্কায় আহত হয়ে এখন তিনি হাসপাতালে।

Manual6 Ad Code

ঘটনাটি ঘটেছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে বুধবার দুপুরের দিকে। আহত যুবক উপজেলার ঘোলাঘাট নয়াটিল্লা গ্রামে আব্দুর রউফের পুত্র মুন্না (২৪)।

জানা যায়, মুন্না ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের রেল লাইন ঘেষা জায়গায় ফোনে কথা বলছিলেন। এ সময় সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন জায়গাটি অতিক্রমের সময় তার পিঠে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।

Manual5 Ad Code

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন।

Manual7 Ad Code

হাসপাতাল সুত্রে জানা যায়, মুন্নার ডান হাত ভেঙ্গে গেছে ও বাম হাতের জোড়া খোলে গেছে। এ ছাড়াও তিনি পা ও কোমরে আঘাত পেয়েছেন।

উদ্ধারকারী নাহিদ ইসলাম বলেন, মুন্না মধ্যপ্রাচ্যের একটি দেশে জন্ম ও বড় হয়েছেন। স্থানীয়রা তাকে ভাল করে চিনেন না। অপরিচিত ভেবে উদ্ধার করতে কিছুটা দেরি হয়েছে।

অন্যদিকে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে চলে যাওয়া ফেরীঘাট- রাজনপুর-ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও আঞ্চলিক সড়ক, ফেরীঘাট- মাইজগাঁও মরহুম আব্দুল লতিফ রোড-কুলাউড়া সড়কটি দিনদিন ব্যস্ত হয়ে পড়ছে। যানজট এড়াতে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক এড়িয়ে এ সড়ক ব্যবহার করছেন অনেকেই। কিন্তু ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। নেই কোন যান প্রতিরোধক বা গেইট ম্যান। তাই এখানে ছোট বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।

স্টেশন রেলক্রসিং এ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code