প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সারা দেশে বিশেষ অভিযানে ১৬৬৯ জন গ্রেফতার

editor
প্রকাশিত মে ১০, ২০২৫, ০৬:৩৫ পূর্বাহ্ণ
সারা দেশে বিশেষ অভিযানে ১৬৬৯ জন গ্রেফতার

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও ১১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৪৯৪ জন।

Manual3 Ad Code

শুক্রবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯৪ জনসহ গ্রেফতার করা হয়েছে ১৬৬৯ জনকে। এছাড়া অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বিশেষ এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৫ নেতা গ্রেফতার : বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

Manual7 Ad Code

গ্রেফতাররা হলেন পল­বী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও এমপি ইলিয়াস মোল্লার সহযোগী মো. রমজান আলী সিটু, মোহাম্মদপুর থানা স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি মো. আলমগীর, গুলশান থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রাসেল ওরফে রাসেল আল জোবায়ের, ঢাকা মহানগর ৬৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও আওয়ামী লীগ মনোনীত ১৬ নম্বর ধামঘর ইউনিয়ন চেয়ারম্যান, কুমিল্লা ৩ (মুরাদনগর) আসনের সংসদ-সদস্যের এপিএস মো. আব্দুল কাদের। শুক্রবার বিকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code