প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শ্রীমঙ্গলে লাইনচ্যুত ট্রেন : অল্পের জন্য রক্ষা পেলো ঘরবাড়ি

editor
প্রকাশিত মে ১১, ২০২৫, ০৫:৪৮ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে লাইনচ্যুত ট্রেন : অল্পের জন্য রক্ষা পেলো ঘরবাড়ি

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তেলবাহী ওয়াগন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে শ্রীমঙ্গল রেলস্টেশনের পশ্চিম দিকের শাপলাবাগ রেলগেটের সামনে ঘটনাটি ঘটে। ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দুপুরে দুর্ঘটনাকবলিত এলাকায় গিয়ে দেখা যায়, তেলবাহী ওয়াগন ট্রেনের ইঞ্জিনের অর্ধেক অংশ রেললাইন থেকে বেরিয়ে মাটিতে নেমে গেছে। ট্রেনের ইঞ্জিনের চাকা মাটির ভেতরে দেবে যাওয়ার কারণে ট্রেনটি সামনে এগোতে না পেরে সেখানেই থেমে যায়। এই ইঞ্জিনের পাশেই রেললাইনের কাছে লাইন থেকে কিছুটা নিচু জায়গায় রয়েছে কয়েকটি বাসাবাড়ি। সেখানে পরিবার নিয়ে বাস করছেন অনেকেই।

Manual3 Ad Code

লাইনচ্যুত ট্রেন দেখতে আসা করিম মিয়া জানান, শ্রীমঙ্গল রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়ে। হঠাৎ তিনি দূর থেকে দেখতে পান ট্রেনটি লাইনের বাইরে চলে আসছে। তিনি বলেন, ট্রেনের চাকা যদি মাটিতে ঢুকে না আটকাত, তাহলে নিশ্চিত এই ট্রেনটি পাশের ঘরবাড়ির ওপরে উল্টে পড়ত। এতে অনেক ক্ষয়ক্ষতি হতো। যাহোক কিছু হয়নি এটাই রক্ষা।

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মচারী বলেন, স্টেশনে ট্রেনের কয়েকটি লাইন থাকে। আজ ট্রেনটি স্টেশন থেকে বের হওয়ার সময় চালক সিগন্যাল অনুসরণ করেননি। এ কারণে তেলবাহী এই ট্রেন ঘোরানোর সময় চালকের ভুলের কারণে ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়ে পাশে মাটির মধ্যে আটকে যায়। এতে অল্পের জন্য রেললাইনের পাশে থাকা বেশ কয়েকটি ঘর দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

Manual3 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হোসেন বলেন, শুধু ইঞ্জিন বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে। লাইনচ্যুত ট্রেনটি উদ্বারে উদ্ধারকারী ট্রেন আসছে।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code