প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

editor
প্রকাশিত জুন ১৪, ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ণ
তেহরানে দফায় দফায় বিস্ফোরণ

Manual7 Ad Code

ডিজিটাল ডেস্ক:
ইরানের রাজধানী তেহরানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়েছে, তেহরান ও ইসফাহানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি প্রজেক্টাইল ভূপাতিত করার চেষ্টা চালাচ্ছে।

ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার বরাতে সিএনএনের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। ফুটেজে দেখা যাচ্ছে, শহরের দুইটি স্থান থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তবে এসব বিস্ফোরণের কারণ সম্পর্কে এখন পর্যন্ত জানা যায়নি।

Manual2 Ad Code

এ ছাড়া তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন জ্বলছে বলে ইরানের দুইটি সংবাদমাধ্যম নিশ্চিত করেছে। সংবাদসংস্থা তাসনিম বলছে, বিমানবন্দর এলাকা থেকে ধোঁয়া উড়ছে।

Manual6 Ad Code

প্রেস টিভিও ওই বিমানবন্দরে আগুনের খবর নিশ্চিত করেছে। তবে কী কারণে বিমানবন্দরে আগুন জ্বলছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি।

Manual7 Ad Code

এ ছাড়া ইরানের উত্তরাঞ্চলে জানজানে দেশটির এক সেনাঘাঁটিতে আগুন জ্বলছে। ইসরায়েলি বিমান হামলার পর সেখানে এখনো আগুন জ্বলছে বলে ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে বলা হয়েছে।

Manual2 Ad Code

গত শুক্রবার ভোরে ইরানজুড়ে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ইরানে শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডারসহ অন্তত ৭৮ জন নিহত হয়েছে। এর জবাবে শনিবার ইসরায়েলে দুই শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে দুইজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। এরপর থেকে দেশ দুইটির মধ্যে পাল্টাপালটি হামলা চলছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code