প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুদ্ধ বিরতি নয়, ‘প্রকৃত সমাপ্তি’ চান ট্রাম্প

editor
প্রকাশিত জুন ১৭, ২০২৫, ১২:৫১ অপরাহ্ণ
যুদ্ধ বিরতি নয়, ‘প্রকৃত সমাপ্তি’ চান ট্রাম্প

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তিনি এই সংঘাতের একটি ‘প্রকৃত সমাপ্তি’ চান, কেবল যুদ্ধবিরতি নয়। মঙ্গলবার (১৭ জুন) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ইরানের পক্ষ থেকে মার্কিন স্বার্থের ওপর সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা আমাদের লোকজনের ওপর কিছু করে, আমরা এর কঠোরভাবে জবাব দেব। তিনি আরও যোগ করেন, তখন সব বাধা উঠে যাবে… আমার মনে হয় তারা জানে আমাদের সেনাদের স্পর্শ করা উচিত নয়।

Manual4 Ad Code

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, আমি যুদ্ধবিরতি চাই না, আমি চাই একেবারে শেষ। সম্পূর্ণরূপে হাল ছেড়ে দেওয়াও ঠিক আছে।

Manual5 Ad Code

এদিকে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি যে সংঘাত চলছে তা আরও ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত চলতে পারে বলে মনে করছেন নিউইয়র্কভিত্তিক সুফান সেন্টারের জ্যেষ্ঠ গবেষক কলিন ক্লার্ক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ মুহূর্তে অনেক সামরিক শক্তি ইসরায়েলকে সহায়তা করার জন্য পাঠাচ্ছে। তাই আমার ধারণা, ইরান ও ইসরায়েলের এ সংঘাত আমাদের আরও কিছু সময়ের জন্য দেখতে হবে।’

Manual1 Ad Code

গত শুক্রবার ইসরায়েলের হামলার জবাবে ইরান এই প্রতিশোধমূলক হামলা শুরু করেছে। ইসরায়েলের চালানো এ হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং সাধারণ মানুষসহ কয়েক ডজন ইরানি নিহত হয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code