প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

editor
প্রকাশিত জুন ১৮, ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ণ
জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াত

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টার:
জাতীয় ঐকমত্য কমিশনের আয়োজনে দ্বিতীয় ধাপের মুলতবি সংলাপে অংশ নিয়েছে জামায়াতে ইসলামী। বুধবার (১৮ জুন) সকালে জামায়াতের তিন সদস্যদের প্রতিনিধি দল সংলাপে অংশ নেন।

জামায়াতের প্রতিনিধি দলে আছেন নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ। সংলাপে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ ৩০ টি দল ও জোটের প্রতিনিধি উপস্থিত আছেন।

Manual8 Ad Code

আজ বুধবার জামায়াত ও এনসিপির প্রতিনিধি দল সংলাপ স্থলে আগে আসেন। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। সালাহউদ্দিন আহমেদ আসার পরে প্রথমে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

পরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কোলাকুলি করেন। এ সময় তিনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে নাহিদের সঙ্গে কোলাকুলির অনুরোধ করেন। তাহের ও নাহিদ কোলাকুলি করেন।

Manual1 Ad Code

এর আগে আজ সকালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ সংবাদমাধ্যমকে বলেন, সংলাপে যোগ দেওয়ার ব্যাপারে আমরা ইতিবাচকভাবে চিন্তা করেছি।

Manual2 Ad Code

মঙ্গলবারের সংলাপে কী কারণে অংশ নেননি এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিষয়টি আমরা সংলাপস্থলে আনুষ্ঠানিকভাবে জানাবো।’

Manual1 Ad Code

সম্প্রতি লন্ডনে সফর করা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে যৌথ বিবৃতিতে আগামী ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনে সম্ভাব্য দিনের কথা ঘোষণা করা হয় , যার মাধ্যমে জামায়াতকে ‘উপেক্ষা’ করা হয়েছে দাবি করে প্রতিবাদে গতকাল মঙ্গলবারের সংলাপ বয়কট করে দলটি।

পরে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। দলটিকে লন্ডন বৈঠকের বিষয়ে আশ্বস্ত করা হয় বলে সরকারি একটি সূত্রে জানা গেছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code