প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ণ
সুনামগঞ্জে পুকুরে গোসল করতে নেমে ২ বোনের মৃত্যু

Manual6 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের সদর উপজেলার পল্লীতে গোসল করার সময় পুকুরের পানিতে ডুবে বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে । নিহতরা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।

মৃত- ফাতেহা বেগম (৮) সুনামগঞ্জ পৌরসভার খাইমতর এলাকার রেহেনা বেগমের মেয়ে। বুশরা আক্তার হরিণাপাটি গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে।

Manual5 Ad Code

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। মঙ্গলবার দুপুরে বুশরা আক্তারের সঙ্গে পুকুরে গোসল করতে নামে সে। এসময় দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা বাড়ি পার্শ্ববর্তী পুকুর থেকে তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

Manual1 Ad Code

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম বলেন, সাংবাদিকদের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর শুনেছি। স্থানীয় জনপ্রতিনিধি বা নিহতের পরিবারের কেউ আমাদের কিছু জানায়নি। তবে আমরা খোঁজ নিয়ে ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছি।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code