প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে স্কুল শিক্ষককে অপহরণ করতে গিয়ে ধরা দুই ভুয়া সিআইডি

editor
প্রকাশিত জুন ২১, ২০২৫, ০৬:১৩ পূর্বাহ্ণ
হবিগঞ্জে স্কুল শিক্ষককে অপহরণ করতে গিয়ে ধরা দুই ভুয়া সিআইডি

Manual4 Ad Code

নিউজ ডেস্ক:
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের ভূবিরবাক গ্রামে সিআইডি পরিচয়ে অভিযান চালিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে অপহরণের চেষ্টা করে দুই প্রতারক। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলের দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় জনতার সাহসিকতায় ঘটনাস্থলেই ধরা পড়ে যান অভিযুক্তরা।

Manual3 Ad Code

জানা যায়, রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলাশ রতন দাশের বাড়িতে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে নিজেদেরকে সিআইডির সদস্য হিসেবে পরিচয় দেন। পরে তাকে ভয়ভীতি দেখিয়ে থানায় নিয়ে যাওয়ার হুমকি দেন। তারা দাবি করেন, পলাশের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

Manual5 Ad Code

শিক্ষক পলাশ রতন দাশ জানান, তারা প্রথমে এসে জয়ন্ত সরকার নামে একজনকে চেনেন কিনা জানতে চান। এরপর বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আছে। আমি পরিচয় দিই যে আমি একজন শিক্ষক, তখন তারা বলেন- আপনি আওয়ামী লীগ করেন, তাই আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে। আমি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসে এবং তাদের ঘিরে ধরে। পরিচয় জানতে চাইলে তারা কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি।
স্থানীয়দের সন্দেহ হলে তারা ওই দুই ব্যক্তিকে আটকে রেখে কুর্শি ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং ইউনিয়ন চেয়ারম্যানের মাধ্যমে নবীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।

Manual7 Ad Code

আটক দুই ব্যক্তি নিজেদের ভিন্ন পরিচয় দেয়। এক পর্যায়ে একজন কখনও পরিচয় দেয় বি-বাড়িয়ার সরাইল থানার বণিকপাড়ার মৃত লুৎফুর রহমানের ছেলে মহিবুর রহমান পান্না (৪২) আবার বলে, সে আগে হিন্দু ছিল, তখন নাম ছিল নরোত্তম, বাবার নাম হেমন্ত। অন্যজন নিজেকে সুনামগঞ্জ জেলার পার্বত্যপুর গ্রামের মনাফ মিয়ার ছেলে আমির হোসেন (৪০) বলে দাবি করে। সিআইডি পরিচয় কোনো কিছু পাওয়া যায় নাই।

Manual8 Ad Code

তাদের কাছ থেকে একটি রানার ১০০ সিসি মোটরসাইকেল, দুটি মানিব্যাগ, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি বাটন মোবাইল উদ্ধার করা হয়।

নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, সিআইডি পরিচয়ে অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে থানায় আনা হয়েছে। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মতে, প্রতারক চক্র এখন নানা কৌশলে গ্রামে ঢুকে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ফাঁদে ফেলছে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code