প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে সম্মেলন শেষে পোস্টার-ব্যানার সরালেন বিএনপি নেতাকর্মীরা ​​​​​​

editor
প্রকাশিত জুন ২৫, ২০২৫, ০৫:৩৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে সম্মেলন শেষে পোস্টার-ব্যানার সরালেন বিএনপি নেতাকর্মীরা ​​​​​​

Manual6 Ad Code

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গত ২২ জুন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে, সড়ক বিভাজক ও দেয়ালে টানানো হয় ব্যানার, পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ড। তবে সম্মেলন শেষে বিএনপি নেতাকর্মীরা সেই সব প্রচারসামগ্রী নিজেরাই অপসারণ করে শহরবাসীর কাছে এক ব্যতিক্রমী বার্তা পৌঁছে দেন।

মঙ্গলবার (২৪ জুন) বিকেলে জেলা ও সদর উপজেলা বিএনপির নেতাকর্মীরা সম্মিলিতভাবে চৌমুহনা, আদালত রোড, পুরাতন হাসপাতাল রোডসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা থেকে পোস্টার ও ব্যানার গুছিয়ে ফেলেন। হাতেই হাতে তারা পরিচ্ছন্নতার কাজ চালিয়ে যান নিরলসভাবে।

Manual6 Ad Code

জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন, সম্মেলন শেষ, তাই প্রচারসামগ্রীর প্রয়োজন ফুরিয়েছে। আমরা মনে করি শহরের সৌন্দর্য নষ্ট করে কিছু রেখে যাওয়ার কোনো যৌক্তিকতা নেই। বিএনপি শুধু কথার রাজনীতি করে না-তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি পরিচ্ছন্ন, নৈতিক ও আধুনিক রাজনীতির বার্তা দিতে চাই।

Manual5 Ad Code

জেলা আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন বলেন, রাজনীতি মানে শুধু মিছিল-মিটিং নয়; জনসচেতনতা ও সামাজিক দায়িত্ববোধও এর অংশ। শহর পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের সবার।

Manual6 Ad Code

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, যুগ্ম সম্পাদক শফিউর রহমান, সাংগঠনিক সম্পাদক কাজল মাহমুদ,মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।

Manual6 Ad Code

বিএনপির এমন উদ্যোগ শহরবাসীর নজরে আসে। পথচারী ও ব্যবসায়ীরা বিএনপির পরিচ্ছন্ন রাজনীতির এই প্রয়াসের প্রশংসা করেন। তারা বলেন, রাজনৈতিক দলের এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। এটি রাজনৈতিক সৌন্দর্যবোধ ও দায়িত্বশীলতার একটি মডেল হয়ে উঠেছে। যা অন্য দলগুলোর জন্যও অনুসরণযোগ্য হয়ে রইল।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code