প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করলো বিএসএফ

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ণ
মৌলভীবাজার সীমান্ত দিয়ে ২৫ জনকে পুশইন করলো বিএসএফ

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
বিজিবির চোখ ফাঁকি দিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার দুটি সীমান্ত দিয়ে ২৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তারমধ্যে ১৯জনকে পুলিশ আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ভোররাতে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জনকে পুশইন করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন
শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)। আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতের মুম্বাইসহ বিভিন্ন এলাকায় কর্মরত থাকার কথাও পুলিশকে জানিয়েছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাতে জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে নারী পুরুষ ও শিশুরসহ ১৯ জন। তারা ওই এলাকার একটি বাড়িতে অবস্থান করছিল। স্থানীয় এলাকাবাসী তাদেরকে একটি বাড়িতে দেখে থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। তাদের বাড়ি বাংলাদেশের নড়াইল যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলায় অবস্থিত। আটককৃতদের মাঝে পুরুষ ৬ জন মহিলা ৯ জন শিশু ৪ জন রয়েছে।

Manual6 Ad Code

অপরদিকে কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে আরও ৬জনকে পুশইন করেছে বিএসএফ বলে জানিয়েছেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম জাকারিয়া। তাদেরকে স্থানীয় বিওপি রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের নাম ঠিকানা পরে জানানো হবে।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code