প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটে সেনার জালে মাদক সম্রাট ‘পলিথিন তবারক’

editor
প্রকাশিত জুলাই ১, ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ণ
সিলেটে সেনার জালে মাদক সম্রাট ‘পলিথিন তবারক’

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রসহ বহুল আলোচিত মাদক সম্রাট তবারক আলী (৩৭) ওরফে পলিথিন তবারককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। তার বিরুদ্ধে খুন, মাদক ও চুরি’সহ বিভিন্ন ধরনের মোট ১৬টি মামলা রয়েছে।

Manual7 Ad Code

তবারক উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে। গত সোমবার বিকেলে তাকে সিলেট আদালতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার রাত ৩টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

জানা যায়, সেনাবাহিনীর সিলেট জেলা স্টেডিয়াম ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে একটি অভিযানিক দল রবিবার রাতে উপজেলার পাঠাকইন গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট খ্যাত তবারক আলীকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন আকারের ছোট-বড় ২৭টি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন, ১৬টি চেক বই, তিনটি এটিএম কার্ড ও নগদ ২ লাখ ১৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। পরবর্তীতে তাকে বিশ্বনাথ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, গত ৭ জুন বিশ্বনাথ থানায় দায়ের করা মারামারির ৩ নং মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে একটি মাদক মামলায় আড়াই বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে।

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code