প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইতালির ৫ লাখ শ্রমিক নেয়ার আবেদন শুরু কবে?

editor
প্রকাশিত জুলাই ৬, ২০২৫, ০৬:৪৫ পূর্বাহ্ণ
ইতালির ৫ লাখ শ্রমিক নেয়ার আবেদন শুরু কবে?

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
বিশ্বের অন্যতম শিল্প ও পর্যটন নির্ভর দেশ ইতালি আগামী তিন বছরে প্রায় ৫ লাখ বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। বাংলাদেশসহ ৩৪টি দেশের জন্য ইতোমধ্যে ২০২৬-২০২৮ সালের শ্রমিক কোটা ও নিয়োগ রোডম্যাপের গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার।

এই তিন বছরে ৪,৯৭,৫৫০ জন শ্রমিক নেবে ইতালি, যার মধ্যে ২০২৬ সালেই কোটা থাকবে ১,৬৪,৮৫০ জন। নিয়োগ কার্যক্রম চলবে স্থায়ী ও অস্থায়ী দুই প্রক্রিয়ায়।

Manual6 Ad Code

আবেদন শুরুর সম্ভাব্য তারিখ:
১২ জানুয়ারি: কৃষিখাতে
৯ ফেব্রুয়ারি: পর্যটন খাতে
১৬ ফেব্রুয়ারি: স্থায়ী ও স্ব-কর্মসংস্থানে
১৮ ফেব্রুয়ারি: দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের জন্য

সরকারি তথ্যমতে, এবারও চারটি ক্যাটাগরিতেই বাংলাদেশিরা আবেদন করার সুযোগ পাবেন। আগের অভিজ্ঞতা অনুযায়ী অনেক বাংলাদেশি চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে ইতালির এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

Manual3 Ad Code

গত কয়েক বছরে স্পন্সর ভিসায় বহু বাংলাদেশি আবেদন করলেও অনেকেই দুর্ব্যবহার ও জটিলতার মুখোমুখি হন। তাই এবারের আবেদনে যথাযথ কাগজপত্র ও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন অভিবাসন সংশ্লিষ্টরা।

Manual8 Ad Code

এই নিয়োগ কার্যক্রমে প্রতারকচক্র সক্রিয় হতে পারে। তাই আবেদনকারীদের সরকারিভাবে অনুমোদিত এজেন্সি কিংবা দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code