প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করে যুক্তরাষ্ট্র

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ণ
শর্ত ভাঙলে ভিসা ইস্যুর পরও বাতিল করে যুক্তরাষ্ট্র

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার পরও প্রার্থীদের নিরাপত্তা যাচাই প্রক্রিয়া শেষ হয় না। ভিসা ইস্যু হওয়ার পর যদি কোনো ব্যক্তি আইন লঙ্ঘন করেন বা ভিসার শর্ত ভঙ্গ করেন, তবে তার ভিসা বাতিল করা হতে পারে। সোমবার (৭ জুলাই) ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতিটি ভিসা আবেদনকারীকে বিস্তৃত নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এ প্রক্রিয়ায় আবেদনকারীর তথ্য আইন প্রয়োগকারী সংস্থা এবং সন্ত্রাসবিরোধী ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়।

Manual7 Ad Code

যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, ভিসার অপব্যবহার রোধে তারা এ ধরনের সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে থাকে, যা যুক্তরাষ্ট্রে সবার নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code