প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আসিদ আলীর ঘর পুড়লো কীভাবে?

editor
প্রকাশিত জুলাই ৮, ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ণ
আসিদ আলীর ঘর পুড়লো কীভাবে?

Manual4 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধি:
রহস্যজনক আগুনে পুুড়েছে আসিদ আলীর ঘর। অগ্নিকান্ডের সময় আসিদ আলীর পরিবারও ছিলেন না ঘরে। বেড়াতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে। সোমবার ভোররাতে লাগা আগুনে আসবাবপত্রসহ আসিদ আলীর পুরো ঘর ভস্মিভূত হয়েছে।

Manual4 Ad Code

অগ্নিকান্ডের এই ঘটনাকে দুর্ঘটনা বলতে চাচ্ছেন না সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব সুলতানপুর গ্রামের দরিদ্র কৃষক আসিদ আলী। পূর্ব শত্রুতার জের ধরে কেউ ঘরে আগুন দেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে দাবি তার।

Manual1 Ad Code

স্থানীয় সূত্র জানায়, রবিবার স্ত্রী ও সন্তান নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান আসিদ আলী। সোমবার ভোররাতে ঘরে আগুন লাগার বিষয়টি টের পান প্রতিবেশিরা। অগ্নিকান্ডের বিষয়টি আসিদ আলীকে ফোনে জানান তার ছোটভাই আবদুল হান্নান।

আসিদ আলী জানান, পূর্ব শত্রুতার জের ধরে কেউ ঘরে আগুন দিয়ে থাকতে পারে। অগ্নিকান্ডে তার ৪-৫ লঅখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আসিদ আলীর বসতঘরটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে গেছে।’
বালাগঞ্জ থানার ওসি মো. ফরিদ উদ্দিন ভূইয়া জানান, অগ্নিকাণ্ডে ৪-৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Manual5 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code