প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ণ
পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্বিতীয় দফায় রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত ও প্রশিক্ষণরত আরও ৫৮ জন উপ-পরিদর্শককে (এসআই) অব্যাহতি দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুল হক সাগর।

এর আগে সোমবার (৩ নভেম্বর) এ সংক্রান্ত একটি আদেশ জারি হয় বলে জানিয়েছেন পুলিশ একাডেমীর অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) মাসুদুর রহমান ভূঁইয়া।

Manual3 Ad Code

পুলিশ একাডেমীর একটি সূত্র জানায়, গত ২৪ অক্টোবর প্রশিক্ষণরত ৪৯ জন ও ২৫ অক্টোবর ১০ জনসহ ৫৯ এসআইকে শোকজ করা হয়। প্রশিক্ষণ ক্লাসে এলোমেলোভাবে বসে হইচই করে বিশৃঙ্খলা সৃষ্টির কারণে তাদেরকে এই নোটিশ দেওয়া হয়। সেখান থেকে আজ দ্বিতীয় দফায় ৫৮ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
প্রথম দফায় গত ২২ অক্টোবর ২৫২ জন প্রশিক্ষণার্থীকে অব্যাহতি দেওয়া হয়।

জানা যায়, ৪০তম ব্যাচের আউটসাইডার ক্যাডেট হিসেবে মোট ৮০৪ জন প্রশিক্ষণরত ছিলেন। ২০২৩ সালের ১১ নভেম্বর ক্যাডেট এসআই সদস্যদের ট্রেনিং শুরু হয়েছিল। শেষ হওয়ার কথা ছিল আজ ৪ নভেম্বর।

Manual6 Ad Code

প্রসঙ্গত, পুলিশে এসআই পদে চাকরির জন্য প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। পরীক্ষা দিতে হয় কম্পিউটার চালানোর দক্ষতার ওপরেও। এসব ধাপ পেরিয়ে প্রার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী ‘আউটসাইড ক্যাডেট’ হিসেবে সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে আউটসাইড ক্যাডেট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এই পাসিংআউটের পর মৌলিক প্রশিক্ষণপ্রাপ্ত এসআইদের পুলিশের বিভিন্ন ইউনিটে মাঠপর্যায়ে কাজে পাঠানো হয়। সেখানে একবছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

Manual3 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code