প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেটের সড়কে বেড়েছে মৃত্যুর মিছিল

editor
প্রকাশিত নভেম্বর ৫, ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ণ
সিলেটের সড়কে বেড়েছে মৃত্যুর মিছিল

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের সড়ক আশঙ্কাজনক ভাবে বেড়েছে দুর্ঘটনা। একই সাথে বেড়েছে প্রাণহানির সংখ্যাও। গত সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪ টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছিলেন। কিন্তু গেল অক্টোবর মাসের পরিসংখ্যানে দেখা যায় বিভাগে ৩৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত এবং ৬৭ জন আহত হয়েছেন। এক মাসের ব্যবধানে বিভাগে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে। এতে জনমনে বেড়েছে শঙ্কা।

Manual7 Ad Code

অক্টোবর মাসে সিলেট বিভাগের দুর্ঘটনা ও প্রাণহানি নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে বলা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে ৩৬ টি সড়ক দুর্ঘটনায় ৩৪ জন নিহত ও ৬৭ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ১৩ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়। অক্টোবর মাসে সিলেট জেলায় ১৬ টি সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত ও ১৯ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন।

Manual5 Ad Code

৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, অক্টোবর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৫ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী, ৭ জন পথচারী রয়েছেন।

এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৮ জন, মুখোমুখী সংঘর্ষে ১২টি দুর্ঘটনায় ১৪ জন নিহত, বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কায় ৩ জন, এসময় ১৮ জন চালক নিহত হয়েছেন। অক্টোবর মাসে নিহত ৩৪ জনের মধ্যে ২৮ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code