প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ভারত থেকে হবিগঞ্জে আসলেন প্রবাল, সাথে মিললো কষ্টিপাথর

editor
প্রকাশিত আগস্ট ১০, ২০২৫, ০১:৩১ অপরাহ্ণ
ভারত থেকে হবিগঞ্জে আসলেন প্রবাল, সাথে মিললো কষ্টিপাথর

Manual3 Ad Code

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় সরাইল ব্যটালিয়ন ২৫ বিজিবির ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দেবনগর এলাকা থেকে থাকে আটক করা হয়। আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ পৌরসভার বগলাবাজার এলাকার মৃত হরিদাস বণিকের ছেলে।

Manual2 Ad Code

জানা যায়, রবিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৮ টায় সরাইল ব্যটালিয়ন ২৫ বিজিবির ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী দেবনগর এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে একজনকে আটক করে। এসময় তাকে তল্লাশী করে ভারতীয় ২৪০০ রুপি, ১টি কষ্টিপাথর, বিভিন্ন কালার আংটির পাথর ১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট ১ টি জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সিজার মূল্য ৫ লাখ ৬৬ হাজার ৬০ টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর গ্রামের ইদু মিয়ার পুত্র মো. মোক্তার মিয়া (৩৫) পালিয়ে যায়।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জাব্বার আহমেদ সত্যতা নিশ্চিত করে জানান, ‘ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।’

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code