প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সুনামগঞ্জ থেকে যাওয়া ট্রাকভর্তি ভারতীয় পণ্য নরসিংদীতে জব্দ

editor
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪, ০৭:৫১ পূর্বাহ্ণ
সুনামগঞ্জ থেকে যাওয়া ট্রাকভর্তি ভারতীয় পণ্য নরসিংদীতে জব্দ

Manual4 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা পণ্য বোঝাই ট্রাক (কাভার্ড ভ্যান) নরসিংদীতে জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শিবপুর উপজেলার ঘাসিদিয়া এলাকায় কাভার্ড ভ্যানটি আটক করে নরসিংদী গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় দুই জনকে আটক করা হয়।

Manual2 Ad Code

আটককৃতরা হলেন- কাভার্ড ভ্যান চালক বরগুনা সদর উপজেলার কাঠালতলী গ্রামের ইদ্রিস খানের ছেলে জসিম উদ্দিন ও চোরাকারবারি বাগেরহাটের শরণখোলা উপজেলার তাবালখালী গ্রামের আবদুল হালিমের ছেলে মুকুল মিয়া।

Manual2 Ad Code

নরসিংদী ডিবি পুলিশের পরিদর্শক এস এম কামরুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে শুল্ক ফাঁকি দেওয়া ওইসকল ভারতীয় প্রসাধনী ও পণ্য সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকা থেকে ঢাকার চকবাজারে নিয়ে যাচ্ছিল তারা। পারভেজ নামে চকবাজারের একব্যক্তির কাছে পণ্যগুলো পৌঁছে দেওয়ার কথা ছিল।

জব্দকৃত ভারতীয় প্রসাধনী ও অন্যান্য পণ্যের বাজার মূল্য ৫০-৬০ লাখ টাকা হবে।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code