প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে চাই সমৃদ্ধ বাংলাদেশ: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ০৮:১৩ পূর্বাহ্ণ
শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে চাই সমৃদ্ধ বাংলাদেশ: বিয়ানীবাজারে ফয়সল চৌধুরী

Manual4 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

 

Manual1 Ad Code

সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজার আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই সেদিন রক্ষা পেয়েছিল আমাদের সদ্য অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব।’

Manual8 Ad Code

 

তিনি বলেন, ‘৭৫ সালের ৭ নভেম্বরের আগের কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত স্মরনীয় দিন।’

তিনি শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে আমাদেরকেও একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই।’

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা। তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামী দিনে ভোট বিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় সুনিশ্চিত করতে হবে।

Manual4 Ad Code

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিয়ানীবাজারের ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের সর্বস্থরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code