প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘দুর্ভাগা’ সৌম্য, বাংলাদেশের একশ পার

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৪, ১২:৪৪ অপরাহ্ণ
‘দুর্ভাগা’ সৌম্য, বাংলাদেশের একশ পার

Manual7 Ad Code

স্পোর্টস ডেস্ক:
অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে দ্বিতীয় উইকেটে সুন্দর একটি জুটি গড়ে তুলেছিলেন সৌম্য সরকার। কিন্তু তাদের জুটিতে যখন দলীয় একশ ছোঁয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশ, ঠিক তখনই রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সৌম্য। কিন্তু পরে রিপ্লেতে দেখা গেছে রিভিউ নিলেই বেঁচে যেতেন তিনি, কারণ বল লেগ স্টাম্প লাইনের বাইরে পিচ করেছিল।

আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর অধিনায়ক শান্তর সঙ্গে আলাপ করেন সৌম্য। তবে শান্ত সবুজ সংকেত না দেওয়ায় রিভিউ না নিয়েই সাজঘরের দিকে হাঁটা ধরেন তিনি। এর আগে তার ব্যাটে দুটি করে চার-ছক্কায় এসেছে ৩৫ রান। দলীয় ৯৯ রানে সৌম্য ফেরার পর একশ পার করেছে বাংলাদেশ।

Manual1 Ad Code

এখন ক্রিজে রয়েছেন শান্ত, তাকে সঙ্গ দিচ্ছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০ ওভার শেষে বাংলাদেশের রান ২ উইকেটে ১০৪। ৩৬ রানে ব্যাট করছেন শান্ত, মিরাজের রান ৩।

Manual8 Ad Code

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য দ্বিতীয় ওয়ানডে তাই এখন বাঁচামরার লড়াই। শারজা ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতে ব্যাট করছে লাল-সবুজের প্রতিনিধিরা।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code