প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান ট্রাম্পের

editor
প্রকাশিত অক্টোবর ৪, ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ণ
ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান ট্রাম্পের

Manual1 Ad Code

নিউজ ডেস্ক:
গাজায় যুদ্ধ শেষ করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় জিম্মিদের মুক্তি ও অন্যান্য কিছু শর্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস আংশিক সম্মতি দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’ চলমান হামলা ও সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্ত করা অত্যন্ত বিপজ্জনক বলেও তিনি উল্লেখ করেছেন।

Manual2 Ad Code

এর কয়েক ঘণ্টা আগে ডোনাল্ড ট্রাম্প হামাসকে প্রস্তাব মেনে নেওয়ার জন্য রোববার রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আলটিমেটাম দিয়েছিলেন। তিনি হুঁশিয়ারি দেন যে, সমঝোতা না হলে গাজায় নরক নেমে আসবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পর এক বিবৃতিতে হামাস শান্তি পরিকল্পনা প্রস্তাবে আংশিক সম্মতির কথা জানায়।

Manual5 Ad Code

হামাস জানায়, যুদ্ধ বন্ধ হলে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও রাজি। ট্রাম্প সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে শান্তি চুক্তির আলোচনায় সহায়তার জন্য কাতার, তুরস্ক, সৌদি আরব, জর্ডান, মিশরসহ কয়েকটি রাষ্ট্রকে ধন্যবাদ জানান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন।

Manual3 Ad Code

প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এই পরিকল্পনা অনুযায়ী হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে এবং এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন নামে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে।

সূত্র: আল জাজিরা

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code