প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, থাকছে মানবিক গুণাবলি যাছাইয়ের প্রশ্ন

editor
প্রকাশিত অক্টোবর ৭, ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ণ
মেডিকেল ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর, থাকছে মানবিক গুণাবলি যাছাইয়ের প্রশ্ন

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
২০২৫-২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজগুলোর এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের মানবিক গুণাবলী যাচাইয়ের লক্ষ্যে নতুন কিছু প্রশ্ন যুক্ত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। গতকাল সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Manual6 Ad Code

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমীন বলেন, আগামী ১২ ডিসেম্বর মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে।

Manual6 Ad Code

ভর্তি পরীক্ষায় কোনো পরিবর্তন আসছে কি এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ভর্তি পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আগের আদলেই হবে। কিন্তু শিক্ষার্থীদের মানবিক গুণাবলি যাচাইয়ের জন্য প্রশ্নে কিছু বিষয় সংযোজন হতে পারে।

Manual2 Ad Code

গত বছরের ১৭ জানুয়ারি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে তুলনায় এবারের পরীক্ষা মাসাধিককাল সময় এগিয়ে আনা হচ্ছে।

Manual3 Ad Code

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যা ছয় হাজার ২৯৩টি।

দেশে মোট ১১০টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে সরকারি ও বেসরকারির বাইরে একটি আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ ও পাঁচটি বেসরকারি আর্মি মেডিকেল কলেজ রয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code