প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শামীম ওসমানসহ ৬৩ জনের নামে মামলা

editor
প্রকাশিত নভেম্বর ১৭, ২০২৪, ০৬:৩৪ পূর্বাহ্ণ
শামীম ওসমানসহ ৬৩ জনের নামে মামলা

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মোস্তাফিজুর রহমান রাসেল (২৯) নামে এক যুবককে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করে আরও একটি মামলা করা হয়েছে। এতে ৬৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

Manual1 Ad Code

আজ শনিবার বিকেলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ নভেম্বর ভুক্তভোগী যুবক আদালতে মামলার আবেদন করেন। আদালতের নির্দেশে মামলা গ্রহণ করা হয়েছে।

Manual2 Ad Code

এ মামলায় শামীম ওসমান ছাড়াও তার ভাই সেলিম ওসমান (৫০) তার ভাতিজা আজমেরি ওসমান (৪৬), তার ছেলে অয়ন ওসমান (৩৫), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল (৬১), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৩), সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলী রেজা উজ্জল (৫০) ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সেন্টু (৫৩) সহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।

Manual5 Ad Code

এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে নারায়ণগঞ্জের ফতুল্লায় শামীম ওসমান ও তার ভাই সেলিম ওসমান, ভাতিজা আজমেরী ওসমান ও ছেলে অয়ন ওসমান গংরা আগ্নেয়াস্ত্র দিয়ে হত্যার জন্য বাদীকে গুলি করেন। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual5 Ad Code