প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ণ
পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচনের ঘোষণা দিলেন নুর

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আগামী জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী–৩ (দশমিনা–গলাচিপা) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এক জনসভায় তিনি এ ঘোষণা দেন।

নুর বলেন, আগামী নির্বাচনে এই আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী থাকবে—অন্য কোনো দলের প্রার্থী থাকবে না। আবার অন্য কিছু আসনে গণঅধিকার পরিষদ প্রার্থী দেবে না; সেখানে অন্য দলের প্রার্থী থাকবে। কারণ, আমরা চাই গণঅভ্যুত্থানের অংশীজনরা, যারা আন্দোলন–সংগ্রামের মধ্য দিয়ে ১৬ বছরের ফ্যাসিবাদকে পরাজিত করেছেন, তারা আগামীতে ঐক্যবদ্ধ থেকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন পরিচালনা করুন।

Manual4 Ad Code

ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, এই নির্বাচনে আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আসন–সমঝোতা নিয়ে আলোচনা করছি। কিন্তু দেখা যাচ্ছে, আঞ্চলিক পর্যায়ের কিছু নেতৃবৃন্দের অতিউৎসাহী ভূমিকার কারণে জাতীয় ঐক্য ক্ষতির মুখে পড়ছে। জাতীয় ঐক্য ও সংহতি বিনষ্ট হলে দেশে আরেকটি সংকট তৈরির পাঁয়তারা শুরু হবে—আমরা সেই ফাঁদে পা দেব না।

Manual3 Ad Code

তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও ভবিষ্যৎ নির্ধারণ করবে। এ নির্বাচনে জনগণ যেন উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারেন—তাই আমাদের লক্ষ্য একটি অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন।
এই দেশের ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ জুলাই–আগস্টে আন্দোলন–সংগ্রাম করেছে; বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে জীবন দিয়েছে। সারা দেশে দুই সহস্রাধিক ছাত্র–যুবক–তরুণ প্রাণ দিয়েছে কেবল ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য—একটি স্বৈরাচারী, কর্তৃত্ববাদী শাসন থেকে মানুষের অধিকার ফেরানোর জন্য। আমরা সেই লড়াইয়ে বিজয়ী হয়েছি।

Manual5 Ad Code

নুর আরও বলেন, আমি সবাইকে সতর্ক করে বলতে চাই—শেখ হাসিনার মতো প্রভাবশালী একজন প্রধানমন্ত্রী, যার ইশারায় পুরো দেশ উঠেছে–বসেছে। গত ১৬ বছরে তিনি খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষ নেতাদের কারাবন্দি করেছেন, জামায়াতের কয়েকজন নেতাকে ফাঁসিতে দিয়েছেন, পুরো বাংলাদেশকে কঠোর নিয়ন্ত্রণে রেখেছেন।
জুলাই–আগস্টে দুই হাজার ছাত্র–জনতার হত্যাকাণ্ডসহ গত ১৬ বছরে সাড়ে পাঁচ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। অসংখ্য মানুষকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে, গুম করা হয়েছে, খুন করা হয়েছে। অবশেষে আদালত সেই প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষণা করেছে।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক লিয়ার হোসেন এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মিলন মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহসভাপতি মিজান হাওলাদার, জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু, যুগ্ম আহ্বায়ক আবু কালামসহ অন্যান্য নেতারা।

Manual4 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code