প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

মুশফিককে ‘নিজের অধিনায়ক’ বলে প্রশংসায় ভাসালেন সাকিব

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ণ
মুশফিককে ‘নিজের অধিনায়ক’ বলে প্রশংসায় ভাসালেন সাকিব

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার ঐতিহাসিক মাইলফলক অর্জন করায় মুশফিকুর রহিমকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন সাবেক সতীর্থ সাকিব আল হাসান। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে এই দারুণ অর্জনের দেখা পেলেন মুশফিক।

Manual7 Ad Code

মুশফিকের সঙ্গে টেস্ট ম্যাচের একটি ছবি নিজের ভেরিফাইড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সাকিব ক্যাপশনে লেখেন, ‘লর্ডসে আপনার খেলা প্রথম টেস্ট ম্যাচ মনে আছে। বিকেএসপির বিনোদন কক্ষে প্রতিটি বল দেখেছি।’

তিনি আরও লেখেন, ‘সেদিন থেকে আপনি আমার জন্য বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের অনুপ্রেরণা।’ সাকিব মুশফিককে ‘মুশফিক ভাই’ সম্বোধন করে বলেন, ‘বয়সভিত্তিক দলে নেতৃত্ব দেওয়ার সময় থেকেই আমি আপনাকে আমার অধিনায়ক হিসেবে দেখেছি এবং এখন ও সামনে যত দিন খেলব আপনিই হবেন আমার অধিনায়ক।’

Manual5 Ad Code

ঐতিহাসিক এই অর্জনের জন্য শুভকামনা জানিয়ে সাকিব আরও বলেন, ‘যেকোনো ক্রিকেটারের জন্যই এটা ঐতিহাসিক অর্জন। যেভাবে আপনার প্রথম ম্যাচ দেখেছিলাম, তেমনি ১০০তম টেস্টেও আপনার খেলা প্রতিটি বল দেখব। আশা করি ম্যাচটি উপভোগ করবেন এবং যদি এমন হতো ম্যাচটি আপনার সঙ্গে খেলে মাঠে আপনার অর্জন উদ্‌যাপন করতে পারতাম!’

উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল গত বছরের অক্টোবরে, ভারতের বিপক্ষে কানপুর টেস্টে।

Manual7 Ad Code

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর নৌকা প্রতীকে দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব দেশে ফিরতে পারেননি। বর্তমানে তিনি আবুধাবি টি-টেন লিগে খেলছেন এবং রয়্যাল চ্যাম্পসের অধিনায়কত্ব করছেন।

Manual2 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code