প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত অর্ধশতাধিক

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে প্রাণ গেল ১ জনের, আহত অর্ধশতাধিক

Manual5 Ad Code

আজমিরীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পুর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে নারী পুরুষসহ উভয়পক্ষের অন্তত শতাধিক লোক আহত হয়েছেন।

Manual3 Ad Code

পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রনে আসে। আহতরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানাগেছে।

Manual6 Ad Code

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকাল আনুমানিক ৮ টা থেকে শুরু করে সকাল সাড়ে দশটা পর্যন্ত উপজেলার কাকাইলছেও ইউনিয়নের কুমেদপুর এলাকার টেনু মিয়ার পুত্র হান্নান মিয়া এবং আনন্দপুর গ্রামের বর্তমানে সরকার হাটীর বাসিন্দা মৃত একরাম হোসেন সওদাগরের পুত্র আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া কাকাইলছেও কুমেদপুর এলাকার ছুরত মিয়ার পুত্র।

আহতরা হলেন- রাব্বি মিয়া (১৮), ছাব্বির (২১), ইন্তাজ আলী (১৬), সেলিম (২৫), বাবলু (৩৫), জিয়াউর (৫০), তকদির(২৮), আলতু মিয়া (১৮), রায়হান (২৮), আশরাফ উদ্দিন( ২৪), মাসুম (২৬), জীবন (২৮), আমেনা খাতুন (২৫)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, বিগত বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে কাকাইলছেও এর কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই জেরে সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় আল কোরান সওদাগরের লোকজন ও হান্নান মিয়ার লোকজনের মধ্যে কাকাইলছেও বাজারে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়।

এরই জেরে উভয় পক্ষের লোকজন মঙ্গলবার সকাল আনুমানিক আটটায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে রাসেল মিয়া গুরুতর আহত হলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাসেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক অভিজিৎ পাল বলেন, রাসেল মিয়কে হাসপাতালে নিয়ে আসার পর আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। লাশের ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Manual3 Ad Code

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code