প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিয়ানীবাজারে বিজয় দিবসের প্রস্তুতি সভা

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারে বিজয় দিবসের প্রস্তুতি সভা

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে বিয়ানীবাজার উপজেলা প্রশাসন। মঙ্গলবার উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।

Manual4 Ad Code

সভায় ব্যাপক আকারে দিবসটি পালনের লক্ষে নানা সিদ্ধান্ত গৃহিত হয়।

এতে বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম, সেক্রেটারী কাজী আবুল কাশেম, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, সাধারণ সম্পাদক নজমুল হোসেন, চেয়ারম্যান ফরিদ আহমদ, চেয়ারম্যান আব্দুল মন্নান, সাবেক কাউন্সিলার মিছবাহ উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Manual7 Ad Code

তাছাড়া মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উদ্যোগে গত বছরের মতো এবারও তিন দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হবে। পাশাপাশি শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে প্রশাসন।

Manual7 Ad Code

বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘বিজয় দিবস বাংলাদেশের গৌরবময় দিন। এবছর বিজয়ের উদযাপনে ধর্ম, বর্ণ, বয়স, জাতি, শ্রেণি নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক আকারে প্রস্তুতি চলছে।’

Manual7 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code