প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

‘মত পার্থক্য থাকলেও’ চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না: ফখরুল

editor
প্রকাশিত ডিসেম্বর ৯, ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ণ
‘মত পার্থক্য থাকলেও’ চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন ব্যর্থ হতে দেওয়া যাবে না: ফখরুল

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
মত পার্থক্য থাকলেও চব্বিশের অভ্যুত্থানের স্বপ্ন কোনোভাবে ‘ব্যর্থ হতে দেওয়া যাবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আমি সবাইকে আহ্বান জানাতে চাই, আসুন ২৪ এর জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি। আমরা সবাই সেই বিজয়টাকে সুসংহত করি।’

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে প্রফেসর ড. মাহবুব উল্যাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

Manual5 Ad Code

মির্জা ফখরুল বলেন, ‘চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের ফলে দেশ গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, তাকে ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে। দেশপ্রেমিক সকল শক্তিকে এখন এক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, যাতে এই বিজয়ের জন্য দেওয়া আত্মত্যাগ বৃথা না যায় এবং একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়।’

Manual5 Ad Code

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি তা যেন বৃথা না হয়ে যায়। আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি।’

Manual1 Ad Code

তিনি আরও বলেন, ‘‘ভিশন ২০৩০’ বইটির মূল ভাবনা ছিল প্রফেসর মাহবুব উল্যাহর। দেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করা এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তার চিন্তা-চেতনার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনবদ্য।’

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code