প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজকের মধ্যে ভাতার আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

editor
প্রকাশিত ডিসেম্বর ১১, ২০২৫, ১১:১০ পূর্বাহ্ণ
আজকের মধ্যে ভাতার আদেশ জারি না হলে আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতি

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:
২০ শতাংশ ‘সচিবালয় ভাতা’র দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করছে সচিবালয়ে কর্মরত নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (১০ ডিসেম্বর) অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে দাবি আদায়ও করে নিয়েছেন। তবে এখনও সরকারি আদেশ জারি হয়নি। তাই ফের আন্দোলনে নেমেছে কর্মচারীরা।

Manual6 Ad Code

বৃহস্পতিবারও সচিবালয়ের সামনে জড়ো হয়ে আন্দোলন করেন তারা। এসময় নানা স্লোগানও দেওয়া হয়। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আজকের মধ্যে সরকারি আদেশ জারি না হলে, আগামী সপ্তাহ থেকে পূর্ণ কর্মবিরতিতে যাবেন তারা।

এরআগে, গতকাল একই দাবিতে প্রায় ৬ ঘণ্টা অর্থ উপদেষ্টাকে আটকে রাখেন বিক্ষোভকারীরা। পরে পুলিশি কড়া পাহারায় তিনি রাত আটটার দিকে বের হন। এরআগে, আন্দোলনকারীদের দাবি পূরণে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি হবে–এমন বার্তা পাঠানো হয়।

Manual5 Ad Code

কিন্তু আন্দোলনকারীরা তা মানেননি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং উপদেষ্টাকে মুক্ত করতে গতকাল রাত ৮টার কিছু আগে পুলিশের একটি বিশেষায়িত ইউনিট অর্থ মন্ত্রণালয়ে প্রবেশ করে। এ সময় আন্দোলনকারীরা বাঁশি বাজিয়ে পুলিশকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তীব্র উত্তেজনার মধ্যে রাত ৮টা ১২ মিনিটে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code