প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হামলা, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ণ
পাথর নিক্ষেপ করে বিজিবির ওপর হামলা, নিয়ন্ত্রণে ফাঁকা গুলি

Manual4 Ad Code

স্টাফ রিপোর্টার:
পাথর নিক্ষেপ করে সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। মাদক কারবারিরা এ হামলা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুড়ে বিজিবি সদস্যরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে ঘটনাটি ঘটে।

Manual3 Ad Code

জানা গেছে, মাদক পাচারের সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের চার রাস্তার মোড় ট্রলির লাইনে টহলে যায় বিজিবির সদস্যরা। ভোরে মাদক বহনকারী বেপরোয়া গতির একটি মোটরসাইকেলকে ধাওয়া করে বিজিবি সদস্যরা। এ সময় মোটরসাইকেলটিসহ ১৬৭ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা।

অল্পক্ষণের মধ্যেই বিজিবি সদস্যদের লক্ষ্য করে ২০-৩০ জনের মাদক কারবারিদের একটি দল পাথর নিক্ষেপ করে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরা চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর হামলাকারীরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবি-৪৮ সিলেট ব্যাটালিয়নের কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. আলমগীর।

তিনি বলেন, সীমান্তে চোরাকারবারিরা মাদক পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে তাদের ধরতে গেলে তারা আমাদের উপর পাথর নিক্ষেপ করে হামলা চালায়। ফলে আত্মরক্ষার্থে আমরা (বিজিবি সদস্যরা) চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code