প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আইপিএল নিলাম: কলকাতার পাহাড়সম বাজেট, মুম্বাইয়ের টানাটানি

editor
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:২৬ পূর্বাহ্ণ
আইপিএল নিলাম: কলকাতার পাহাড়সম বাজেট, মুম্বাইয়ের টানাটানি

Manual1 Ad Code

স্পোর্টাস ডেস্ক:
২০২৬ আইপিএলকে সামনে রেখে ক্রিকেট বিশ্বের নজর এখন আবুধাবির দিকে। আগামী পরশু অনুষ্ঠিত হতে যাচ্ছে আসরের মিনি নিলাম। বড় পরিসরের নিলামের বদলে এবার সীমিত আকারের এই নিলামেই দলগুলো শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করতে চাইবে। রিটেইন ও ট্রেড প্রক্রিয়া প্রায় শেষ হওয়ায় এখন প্রতিটি দলের হাতে থাকা অর্থ, খালি জায়গা এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগই নির্ধারণ করবে তাদের নিলাম কৌশল।

Manual3 Ad Code

এবারের নিলামে সবচেয়ে স্বচ্ছল দল কলকাতা নাইট রাইডার্স। তাদের হাতে রয়েছে ৬৪ কোটি ৩০ লাখ রুপি, যা অন্য সব দলের তুলনায় অনেক বেশি। এই বাজেট দিয়ে কলকাতা সর্বোচ্চ ১৩ জন খেলোয়াড় দলে নিতে পারবে, এর মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ ছয়জন। বড় বাজেটের কারণে নিলামে আক্রমণাত্মক কৌশল নেওয়ার সুযোগ থাকবে তাদের।

উল্টো চিত্র মুম্বাই ইন্ডিয়ানসের। পাঁচবারের চ্যাম্পিয়নদের হাতে রয়েছে মাত্র ২ কোটি ৭৫ লাখ রুপি। এই অর্থে তারা ছয়জন খেলোয়াড় কিনতে পারবে, তবে বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে মাত্র একজনের। সীমিত বাজেট মুম্বাইয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

চেন্নাই সুপার কিংস নিলামে নামছে তুলনামূলক স্বস্তিদায়ক অবস্থান থেকে। তাদের হাতে আছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। স্কোয়াডে নয়টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ আটজন। সানরাইজার্স হায়দরাবাদও ভালো অবস্থানে রয়েছে। তাদের বাজেট ২৫ কোটি ৫০ লাখ রুপি, ১০ জন খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকলেও বিদেশি নেওয়া যাবে মাত্র দুইজন।

মাঝামাঝি অবস্থানে রয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস। লক্ষ্ণৌয়ের হাতে আছে ২২ কোটি ৯৫ লাখ রুপি। স্কোয়াডে ছয়টি জায়গা খালি এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে আটজন। দিল্লির বাজেট ২১ কোটি ৮০ লাখ রুপি। তারা আটজন খেলোয়াড় কিনতে পারবে, যার মধ্যে বিদেশি হতে পারেন সর্বোচ্চ পাঁচজন।

Manual3 Ad Code

মাঝারি বাজেট নিয়ে নিলামে নামছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। বেঙ্গালুরুর হাতে আছে ১৬ কোটি ৪০ লাখ রুপি। তারা আটজন খেলোয়াড় কিনতে পারবে, বিদেশি নেওয়ার সুযোগ দুইজন। রাজস্থানের বাজেট ১৬ কোটি ৫ লাখ রুপি। তারা নয়জন খেলোয়াড় কিনতে পারলেও বিদেশি নেওয়ার সুযোগ রয়েছে মাত্র একজন।

সবচেয়ে কম বাজেটের দিক থেকে পরের সারিতে রয়েছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস। পাঞ্জাবের হাতে আছে ১১ কোটি ৫০ লাখ রুপি। তারা আটজন খেলোয়াড় নিতে পারবে, বিদেশি নেওয়ার সুযোগ দুইজন। আর গুজরাট টাইটানসের হাতে রয়েছে ১২ কোটি ৯০ লাখ রুপি। তারা পাঁচজন খেলোয়াড় কিনতে পারবে এবং বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রয়েছে সর্বোচ্চ আটজন।

Manual3 Ad Code

সব মিলিয়ে সীমিত পরিসরের এই নিলামেই স্পষ্ট হয়ে যাবে কোন দল কতটা পরিকল্পিতভাবে আইপিএল ২০২৬-এর প্রস্তুতি নিচ্ছে। বাজেটের ফারাক, স্কোয়াডের চাহিদা আর বিদেশি কোটা—এই তিনের সমন্বয়েই নির্ধারিত হবে নিলামের গতিপথ।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code