প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক আইজিপি সুনামগঞ্জের মামুনের বিষয়ে ট্রাইব্যুনালের যে নির্দেশ

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
সাবেক আইজিপি সুনামগঞ্জের মামুনের বিষয়ে ট্রাইব্যুনালের যে নির্দেশ

Manual1 Ad Code

সুনামগঞ্জ সংবাদদাতা:
ছাত্র-জনতার আন্দোলনকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) সুনামগঞ্জের চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আটজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি আগামী ১৯ ডিসেম্বর তাঁদের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

Manual3 Ad Code

মামলায় আটজনের মধ্যে ছয়জনকে আজ গ্রেপ্তার দেখানো হয়। তাঁরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, বরখাস্ত হওয়া ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি-উত্তর) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন।

Manual7 Ad Code

মামলায় আগেই গ্রেপ্তার ছিলেন ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা ও ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম।

যথাযথ ও কার্যকর তদন্তের স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আট আসামিকেই কারাগারে রাখার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

Manual6 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code