প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রজব, ১৪৪৭ হিজরি

সুদানে নিহত ৬ বীর সেনাসদস্যের জানাজা আজ

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ণ
সুদানে নিহত ৬ বীর সেনাসদস্যের জানাজা আজ

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশের ৬ বীর সেনাসদস্যের জানাজা রোববার (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে মরদেহগুলো নিজ নিজ ঠিকানায় পাঠানো হবে।

শনিবার (২০ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হেলিকপটারের মাধ্যমে মরদেহ পাঠানোর পর যথাযথ সামরিক মর্যাদায় এসব বীর সন্তানকে সমাহিত করা হবে।

Manual6 Ad Code

এর আগে শনিবার সকাল ১১টা ৫ মিনিটে শহীদ সেনাদের মরদেহবাহী ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।

এ সময় ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ গ্রহণকালে সবাই এক মিনিট নীরবতা পালন করেন এবং শহীদদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট প্রদান করা হয়।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর ড্রোন হামলায় ৬ জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হন। এ ঘটনায় আহত হন আরও ৯ জন। আহতদের মধ্যে ৮ জন বর্তমানে কেনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তারা সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual4 Ad Code