মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাছ পরিবহনের একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করেছে। জব্দকৃত পণ্যের মূল্য ৬৮ লাখ ৫৫ হাজার ৫শত টাকা। শনিবার (২০ ডিসেম্বর) পৃথক এই অভিযান চালায় বিজিবি।
বিজিবি জানায়, জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় বিজিবির বিশেষ টহল দল একটি মাছ পরিবহনের ট্রাক থামিয়ে তল্লাশি চালায়, এ সময় ট্রাকভর্তি মাছের খাদ্য ও সরিষার খৈলের বস্তার নিচে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ভারতীয় জিরা উদ্ধার করা হয়।
একই দিন বিকালে ঢাকা–সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় একটি কাভার্ড ভ্যান তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়।
Sharing is caring!