প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিলেন সাকিব

editor
প্রকাশিত নভেম্বর ২০, ২০২৪, ০১:৩৭ অপরাহ্ণ
ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা দিলেন সাকিব

Manual2 Ad Code

 

ক্রীড়া প্রতিবেদক:

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে গ্লোবাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগ। পাঁচ দেশের ৫টি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে গ্লোবাল সুপার লিগ নামে নতুন এই টুর্নামেন্টের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। যেখানে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রংপুর রাইডার্সও।

 

বিপিএল থেকে একটি দল এই লিগে খেললেও পেসার তানজিম হাসান সাকিব খেলবেন ক্যারিবিয়ান লিগের দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। মূলত বাংলাদেশি এই পেসারকে গ্লোবাল সুপার লিগের জন্যই দলভুক্ত করেছে গায়ানা। আর সেই লিগে খেলতে আজ বুধবার দুপুরে ঢাকা ত্যাগ করেছেন সাকিব।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

তবে চোটের কারণে এই আসরে সাকিবের খেলা নিয়ে এতদিন ছিল অনিশ্চয়তা। তবে গেল সোমবার চোট কাটিয়ে মাঠে ফেরার পর ফিটনেস টেস্ট দিয়েছিলেন সাকিব। সেই পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। পরে বিসিবির কাছ থেকে এই লিগে খেলার অনুমতি পান সাকিব।

Manual7 Ad Code

আগামী ২৬ নভেম্বর পর্দা উঠবে টুর্নামেন্টটির। বাংলাদেশের রংপুর রাইডার্স এবং ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ছাড়াও টুর্নামেন্টটিতে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) লাহোর কালান্দার্স, অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা ভিক্টোরিয়ান ক্রিকেট দল।

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual2 Ad Code