প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জামায়াতের কাছে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন

editor
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৪, ০১:২৫ অপরাহ্ণ
জামায়াতের কাছে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে: বিয়ানীবাজারে সেলিম উদ্দিন

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরীর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ‘রাষ্ট্র ক্ষমতা জামায়াতের হাতে এলে জনগণ ও রাষ্ট্র নিরাপদ থাকবে।’ তিনি বলেন, ‘জামায়াতের লোকেরা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না। জামায়াতের লোকেরা স্বজনপ্রীতি করে না, রাজনীতিকে ব্যবসা হিসেবে নেয় না। জনগণ যদি পরীক্ষামূলকভাবে জামায়াতের হাতে বাংলাদেশকে তুলে দেয়, তারা দেখবে কেমন বাংলাদেশ হয়, তা আমরাও করে দেখাব ইনশাআল্লাহ।’

শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিয়ানীবাজার পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবন সংলগ্ন মাঠে দীর্ঘ প্রায় ১৬ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহভিত্তিক একটি অন্তর্ভুক্তিমূলক ব্যাপকভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে মানুষের মৌলক অধিকার পূরণের পাশাপাশি অন্যায়-অবিচার, ঘুষ-দুর্নীতি, অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক বন্ধ করবে। তিনি বলেন, দেশের মানুষ তাদের আস্থার জায়গায় জামায়াতে ইসলামীকে ঠাঁই দিয়েছে। আমরাও সেই আস্থার প্রতিদান দিতে প্রস্তুতি নিচ্ছি।

Manual2 Ad Code

সম্মেলনে বক্তব্য প্রদানকালে উপস্থিত বিয়ানীবাজারবাসীর সামনে বেশ কয়েকটি দাবি বাস্তবায়ন করার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হলে বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে গ্যাস সরবরাহ করা হবে। এখানকার যুব সমাজকে কর্মক্ষম ও উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে কর্জে হাসানা প্রদানের মতো প্রজেক্ট গ্রহণ করা হবে। এ অঞ্চলের রাস্তাঘাটের বেহাল চিত্র তুলে ধরে তিনি রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট সহ বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক গুরুত্ব প্রদানের বিষয়টিও উল্লেখ করেন।

Manual5 Ad Code

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওঃ ফয়জুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান ও হাফিজ মাও. আনোয়ার হোসেন খান, জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি নজরুল ইসলাম ও মাওলানা মাসুক আহমদ, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হাকিম নাজিম উদ্দিন, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম, জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হোসাইন।

Manual8 Ad Code

বিয়ানীবাজার উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন ও পৌর শাখার সেক্রেটারি মোঃ সাদুজ্জামানের যৌথ সঞ্চালনায় সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর মুহাম্মদ জমীর হোসাইন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পূর্বের সভাপতি ছাত্রনেতা মারুফ আহমদ রাজু, বিয়ানীবাজার উপজেলা দক্ষিণ শাখা ছাত্রশিবির সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।

Manual6 Ad Code

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল খয়ের, মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা ফরিদ আল মামুন, লাউতা ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আব্দুল হামিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক আরিফ হোসাইন,পৌর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুনিবুর রহমান পাভেল,তানভির এলাহী মজুমদার,উপজেলা কর্মপরিষদ সদস্য আশিকুর রহমান হেলাল,জাহাঙ্গীর আলম ও শফি আহমদ মুন্নাসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন শাখার নেতাকর্মী।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code