প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১০ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শাবির কাছ থেকে ৮৭ লাখ টাকা পেল সিসিক

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ণ
শাবির কাছ থেকে ৮৭ লাখ টাকা পেল সিসিক

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
২০২৪-২৫ অর্থবছরে ৮৭ লাখ ৮৭ হাজার ৯৫২ টাকা কর পরিশোধ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে সিসিকের হাতে চেক হস্তান্তর উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

Manual8 Ad Code

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, সিলেট সিটি করপোরেশনের প্রতিনিধি সহকারী কর কর্মকর্তা মোহাম্মদ মাহবুব আলম ও কর আদায়কারী সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

চেক হস্তান্তরকালে উপাচার্য অধ্যাপক সরওয়ারউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সহযোগিতা, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাস্তা ও পানি নিষ্কাশন ব্যবস্থার দ্রুত সমাধান করতে সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

Manual3 Ad Code

সিসির আওতাধীন ১১৫৯ থেকে ১২০৪ নম্বর হোল্ডিংগুলোর অনুকূলে বকেয়াসহ ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত হোল্ডিং ট্যাক্স বাবদ ২ কোটি ৭০ লাখ ৪৯ হাজার ২৯৬ টাকা পাওনা ছিল সিসিক কর্তৃপক্ষ। এতে ৮৭ লাখ ৮৭ হাজার ৯৫২ টাকা পরিশোধ করা হয়।

Manual1 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code