প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
৩রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ফিরিয়ে দাও বাংলা বিহার ওড়িশা

editor
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪, ০৫:০২ পূর্বাহ্ণ
ফিরিয়ে দাও বাংলা বিহার ওড়িশা

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের যদি কোনো অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলব যে, আমাদের নবাবের এলাকা ‘বাংলা বিহার ওড়িশা ফিরিয়ে দাও’। তিনি ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন।

Manual4 Ad Code

গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননার’ প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ‘ভারতীয় আগ্রাসন রুখে দাও’ শীর্ষক বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পূজা উদযাপন ফ্রন্টের সভানেত্রী অপর্না রায় দাসের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সমীর কুমার বসুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা মীর সরাফত আলী সপু, অমলেন্দু দাস অপু, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম কাগজী, সাঈদ খান, পূজা উদযাপন ফ্রন্টের দেবাশীষ রায় মধু, সুরঞ্জন ঘোষ, গৌতম বৈদ্য, জয়দেব প্রমুখ বক্তব্য রাখেন। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের মানুষের যে প্রদীপ্ততা, তাদের যে দেশরক্ষার অন্তর্নিহিত শক্তি, তাদের যে প্রাণের উন্মাদনা, এই প্রাণের উন্মাদনায় ভারত কখনো টের পায়নি। তিনি বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে রক্ষার জন্য আপনারা (ভারত) বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, বাংলাদেশের আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধের বিরুদ্ধে, শহীদ আবু সাঈদের বিরুদ্ধে যে প্রচারণা চালাচ্ছেন সেটা আমাদের শহীদদের বিরুদ্ধেই যায়। গণতন্ত্রের জন্য আমাদের যে আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন। তাতে কোনো লাভ হবে না। বিএনপির এই মুখপাত্র বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা হিন্দু-মুসলমানসহ সবাই একসঙ্গে লড়ব। আপনারা আমাদের পতাকা আগরতলায় সহকারী হাইকমিশনের ফটক ভেঙে টেনে নামিয়ে ছিঁড়েছেন।

Manual2 Ad Code

এটা প্রচ- আঘাত, আমাদেরকে বড় আঘাত দিয়েছে ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এটা ভুলে যাব? এটা আমরা কোনোদিন ভুলে যাব না। তিনি আরও বলেন, ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে আমরা সম্প্রসারণ চালিয়ে বাংলাদেশ, নেপাল, ভুটানসহ অন্যান্য দেশ কবজা করে নেব, তবে কিন্তু আপনারা বোকার স্বর্গে বাস করছেন। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ভারতের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। মিথ্যা সংবাদ দিচ্ছে যার কোনো সত্যতা নেই।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual3 Ad Code