প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৯০ হাজার নিয়োগ

editor
প্রকাশিত ডিসেম্বর ১০, ২০২৪, ০৬:০৩ পূর্বাহ্ণ
রাজনৈতিক পরিচয়ে পুলিশে ৯০ হাজার নিয়োগ

Manual7 Ad Code

স্টাফ রিপোর্টার:
রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে গত ১৫-১৬ বছরে ৮০ হাজার থেকে ৯০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, ‘গত ১৫ বছরে যে নিয়োগ দেওয়া হয়েছে তা নানাভাবে যাচাই-বাছাই করা হয়েছে এটা জানার জন্য যে প্রার্থী কোন দলের, তার বাবা-দাদা কোন দলের লোক, তার আরো পূর্বপুরুষরা কোন দলের লোক এগুলো পর্যন্ত খবর নেওয়া হয়েছে।’

Manual1 Ad Code

এভাবে দুই লাখ সদস্যের মধ্যে প্রায় ৮০ থেকে ৯০ হাজার জনকে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা এই ৮০ থেকে ৯০ হাজার পুলিশ সদস্যকে বাড়ি চলে যেতে বলতে পারি না।

ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারির বাইরে গিয়ে কাজ করেছে উল্লেখ করে এসব ঘটনায় ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন ডিএমপি কমিশনার।
অপেশাদার আচরণের কারণে বদলি ও দোষী সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের পর পুলিশ অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। বর্তমানে সেটি সক্রিয় করার কাজ চলছে। এ ছাড়া পুলিশ সক্রিয় না থাকলে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরো অবনতি হতো।

Manual1 Ad Code

অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয় জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন পর্যন্ত ১২ শতাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে, আরো ৬৮৫টি অস্ত্রের খোঁজে অভিযান চলছে।’

Manual8 Ad Code

Sharing is caring!

Manual1 Ad Code
Manual6 Ad Code