প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পতাকা বৈঠক করে গরু ফেরত নিল ভারত

editor
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৪, ০৫:০৫ পূর্বাহ্ণ
পতাকা বৈঠক করে গরু ফেরত নিল ভারত

Manual6 Ad Code

নিউজ ডেস্ক:
সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে পড়ে একটি ভারতীয় গরু। দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে সেই গরু ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Manual8 Ad Code

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর আড়াইটায় হিলি সীমান্তের মেইন পিলার ২৮৫/০৩ এস সংলগ্ন শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের সদস্যদের মধ্যে পতাকা বৈঠকে মাধ্যমে গরুটিকে এর মালিকের কাছে ফেরত দেওয়া হয়।

Manual7 Ad Code

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গরুটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আসে ।

পতাকা বৈঠকে জয়পুরহাট-২০ বিজিবির পক্ষে নেতৃত্ব দেন হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার শাহাদাৎ হোসেন ও ভারতের বিএসএফের হিলি-১ ক্যাম্পের ইন্সপেক্টর শিবচারণ।

Manual7 Ad Code

হিলি বিজিবি সিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার শাহাদাৎ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভারতীয় এক মালিকের গরু সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। পরে ভারতের পক্ষ থেকে গরুটি ফেরতে চেয়ে আবেদন করলে পতাকা বৈঠকের মাধ্যমে আজ দুপুরে গরুটি ফেরত দেওয়া হয়েছে। এসময় বিএসএফের সদস্য ও গরুর মালিক উপস্থিত ছিলেন।
তিনি আরো জানান, সীমান্তে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিজিবি বরাবরই আন্তরিক। এ ধারা অব্যবহৃত থাকবে বলেও জানান তিনি।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual8 Ad Code