প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট দিয়ে ভারতে গেল ২ কোটি টাকার মাছ

editor
প্রকাশিত ডিসেম্বর ১৮, ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ণ
সিলেট দিয়ে ভারতে গেল ২ কোটি টাকার মাছ

Manual3 Ad Code

কমলগঞ্জ সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে ১৯ দিন পর রপ্তানি শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হওয়ার প্রথম দিন ভারতে গেলে প্রায় ২ কোটি টাকার মাছ।

Manual2 Ad Code

সীমান্তের ওপারে কৈলাশহরের স্থানীয় বিভিন্ন হিন্দু সংগঠনের বিক্ষোভের জের ধরে ২ ২৭ নভেম্বর থেকে চাতলাপুর শুল্ক স্টেশনে রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। এ শুল্ক স্টেশনের বিপরীতে পাশে ভারতের ত্রিপুরা রাজ্য পড়েছে। এর আগে ১৮ দিন বন্ধ থাকার পর গত রোববার জুড়ী উপজেলার বটুলি শুল্ক স্টেশনে আমদানি-রপ্তানি শুরু হয়।

চাতলাপুর শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান আজ দুপুরে মুঠোফোনে বলেন, গতকাল রাতে সীমান্তের ওপারের শুল্ক স্টেশনের কর্মকর্তারা রপ্তানি কার্যক্রম পুনরায় চালুর সংকেত দেন। এর পরিপ্রেক্ষিতে আজ মাছ রপ্তানি করা হয়। ৮২ হাজার ৮০০ কেজি মাছ রপ্তানি হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি টাকা। তবে এই শুল্ক স্টেশনে কোনো পণ্য আমদানি হয় না।

Manual4 Ad Code

সহকারী রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, ওই শুল্ক স্টেশনের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে যাত্রীদের যাতায়াত অব্যাহত আছে। তবে ভারতের ভিসা কার্যক্রম বন্ধ থাকায় যাত্রীসংখ্যা আগের চেয়ে বেশ কমে গেছে।

Manual5 Ad Code

সিঅ্যান্ডএফ এজেন্ট জসিম উদ্দিন বলেন, শুধু তাঁরাই আজ ১ কোটি ৯২ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৬৪ হাজার ৩০০ মেট্রিক টন মাছ রপ্তানি করেছেন। এর আগে রপ্তানি বন্ধ হওয়ায় তাঁরা ক্ষতির মুখে পড়েন।

Sharing is caring!

Manual1 Ad Code
Manual7 Ad Code